কানাইঘাটে শিবিরের ইফতার মাহফিল
কানাইঘাট প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার কানাইঘাট পৌরসভার ৩ নং ওয়ার্ড শিবিরের উদ্যোগে কানাইঘাট ডিগ্রীকলেজ সংলগ্ন একটি মিলনায়তন হলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। কানাইঘাট পৌর শিবিরের সভাপতি আবু বক্করের সভাপতিত্বে ও সেক্রেটারী ইমরান আহমদের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে আলোচনা রাখেন কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক বিলাল আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা শিবিরের সভাপতি রশিদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, কানাইঘাট ডিগ্রী কলেজ শিবিরের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদের ঈমাম হাঃ ফয়ছল আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবির নেতা আকমল হুসেন, মারুফ হুসেন, শাহিদ আহমদ, হাসান আহমদ প্রমুখ।