গাজায় ইসরাঈলি হামলার প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন

dirai human chainজুবের সরদার দিগন্ত: ত্যাগের মাস রমজান এই মাসে মুসলমানরা ব্যাস্ত থাকেন নিজেদের শুধরাতে জানা ওজানা পাপ মোছনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রর্থনায়। আর এই সময় সাম্রাজ্যবাদী আগ্রাসী ইসরাঈল কর্তৃক নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে দিরাইয়ে একতা যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল দুপুর ২টায় দিরাই থানাপয়েণ্টে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়। দিরাই বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিনের সার্বিক পরিচালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা নূরুদ্দীন আহমদ, দিরাই বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম খলিল, হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা আবিদুর রহমান প্রমুখ। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা মুখতার হোসেন চৌধুরী, পরিষদের সভাপতি সানোয়ার আহমদ, সহ-সভাপতি উমর ফারুক, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহেদ, ক্যাশিয়ার আলফা রহমান সুবেল, সদস্য ইকবাল হোসেন, বিলাল আহমদ, সাফিউল আলম, অপু মিয়া, ইসতিয়াক আহমদ, আব্দুল আউয়াল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমেরিকার দোসর ইসরাঈল বছরের পর বছর ধরে নিরীহ-নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের ওপর আক্রমণ চালিয়ে নিঃশেষ করার মহাপরিকল্পনা করে আসছে, তাদের এই আশা পৃথিবীর প্রকৃত মুসলমানগণ থাকতে পূরণ হবে না। ফিলিস্তিনে আক্রমণ হলেও জাতিসংঘ নামক প্রতিষ্ঠান নীরব ভূমিকা পালন করে আসছে, এছাড়া বিশ্ব মুসলিমের সর্বোচ্চ সংগঠন ওআইসির নীরব ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে। অভিলম্বে ফিরিস্তিনে ইসরাঈল কর্তৃক হামলা বন্ধ করতে মানববন্ধন থেকে আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে মোনাজাত পরিচালনা করেন দিরাই হাফিজিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজাম্মিল হোসাইন।