গাজিপুরের মহিলা কাউন্সিলর পারভীনকে অচেতন অবস্থায় নবীগঞ্জ থেকে উদ্ধার
উত্তম কুমার পাল হিমেলঃ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশাকান্দি থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলের পারভিন আক্তারকে গতকাল শনিবার রাত সাড়ে ৭ টায় নবীগঞ্জের আউশকান্দি বাজারের এফডি মার্কেটের সামন থেকে হাত পা বাদা অবস্থায় অচেতন অবস্থায় নবীগঞ্জ থানা পুলিশ উদ্বার করেছে। পরে তাকে উপজেলা হাসপাতলে নিযে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জে চাঞ্চলের সৃস্টি হযেছে।
সুত্রে জানা যায, গত শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে নিজ বাসা একটি একজন মহিলা ফোন করে জানান যে স্বামীর সাথে বনিবনা হচ্ছে না। এ নিয়ে সালিশ বিচারে যাওযার উদ্যেশ্যে গাজিপুর ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পারভিন আক্তার বের হন। কিন্তু এর পর আর তিনি বাসায় ফিরে যাননি। এ সময় তার কাছে ব্যবহৃত মোবাইল ফোন ও ছিলোনা। তার পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে তার কোন সন্ধান পাননি। গতকাল শনিবার রাত সাড়ে ৭ টার দিকে আউশকান্দি ফেডি মার্কেটের ভাড়াটিয়া স্মৃতি রানী সূত্রধর তার বাসার সামনে হাত-পা বাধা অবস্থায় পারভীন আক্তারকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে ঘটনাটি অবহিত করলে নবীগঞ্জ থানার এস আই মিজানুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি বাজারের এফডি মার্কেটের সামন থেকে তাকে হাত পা বাধা অচেতন অবস্থায় উদ্ধার করে নিযে যায়। পুলিশ পরে তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিযে পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত রয়েছে। এ ব্যাপারে মহিলা কাউন্সিলর পারভিন আক্তার জানান, তাকে পুর্ব পরিকল্পিত ভাবে সালিশ বিচারে নেয়া হয়। এবং তিনি যাওয়া মাত্রই তার পিতার হত্যাকারী ৭-৮ জনের একদল আসামীগন তাকে জুর পুর্বক একটি প্রাইভেট মাইক্রোতে তুলে নিয়ে যায়। এবং এ দুই দিন তাকে তার পিতা হত্যার মামলা তুলে নেয়ার জন্য মারধোর করা হয়। পরে বিভিন্ন জায়গায় রেখে গতকাল রাতে গাড়িতে হাত পা বেধে রাস্তার সামনে ফেলে রেখে চলে যায়। অপহৃত পারভীন আক্তার গাজীপুর জেলার জয়দেবপুর এর দক্ষিন পানিশাইল গ্রামের মোঃ মিনহাজুল ইসলামের স্ত্রী।