১৬ বছর ধরে বাঁশঝাড়ে শিকলবন্দী যুবতী
সুরমা টাইমস ডেস্কঃ এ যেন মধ্যযুগীয় বর্বরতার একটি বাস্তব ছবি। টানা ১৬ বছর ধরে বাঁশঝাড়ে বিবস্ত্র অবস্থায় শিকলবন্দী হয়ে পড়ে আছে এক যুবতী। পাশ্চিমবঙ্গের মালদা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে বামনগোলা ব্লক। সেখানকারই মদনাবতী পঞ্চায়েতের পশ্চিমপাড়ায় বাঁশঝাড়ে বন্দী ওই যুবতী।
জানা যায়, নালাগোলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সে। হঠাৎকরে যাকে তাকে কামড় দেয়া শুরু করে সে। আতঙ্কিত পরিবার প্রথমে ঘরেই আটকে রাখে তাকে। কিন্তু ঘরের মধ্যেই সে মাটি খুঁড়তে শুরু করায় আর ঝুঁকি নেয়নি পরিবার। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছিল। তারপর থেকেই বাঁশঝাড়ে ঘরের মেয়েকে শিকলে বেঁধে ফেলে রাখে পরিবার। পরিবার দু’বেলা খাবার দিয়ে গেলেও সবসময় মুখে তোলে না সে। উদাসীন পরিবার, পড়শিরা। এমন কি প্রশাসনও। এই বর্বরতার ব্যপারে প্রশাসন নীরব কেন?এমন প্রশ্নের জবাবে পঞ্চায়েত প্রধান তপতী মুর্মু জানিয়েছেন, এই ঘটনা তার জানা ছিল না।