চিকিৎসা নিতে ভারতে আসছেন নেইমার!

neimarসুরমা টাইমসঃ আয়ুর্বেদিক চিকিৎসার জন্য ভারতের কেরালায় আসতে পারেন ব্রাজিলের ইনজুরি আক্রান্ত স্ট্রাইকার নেইমার। নেইমার তার কোমরের চিকিৎসার জন্য কেরালায় আসতে পারে বলে দেশটির সংবাদমাধ্যম দাবি করেছে। সংবাদমাধ্যমে এমনও দাবি করা হয়েছে যে, এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী উমেন চণ্ডীর সঙ্গে যোগাযোগ করছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।
তবে একটি সংবাদসংস্থাকে উমেন চণ্ডী জানিয়েছেন, ‘এখনো তেমন কিছু ঘটেনি।’ রাজ্যে নেইমারের আয়ুর্বেদিক চিকিৎসার জন্য সরকারকে প্রস্তাব পেশের আবেদন জানিয়েছেন ব্রাজিলের ফুটবল প্রেমিকরা।
চণ্ডী বলেন, ‘আমি স্বাস্থ্যমন্ত্রী ভি এস শিবাকুমারের সঙ্গে কথা বলেছি। তিনি রাজ্যের আয়ুর্বেদিক কলেজের শীর্ষ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা ইন্টারনেটের মাধ্যমে নেইমারের রিপোর্ট পেয়েছেন। নেইমারের চিকিৎসায় কী ধরনের পদ্ধতি ব্যবহার করতে হবে সে বিষয়ে তারা আলোচনা করছেন।’
মঙ্গলবারই কেরালার সংবাদমাধ্যমে এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়। তখন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘সংবাদমাধ্যমকে এ ব্যাপারে জানানোর কথা ভেবেছিলাম আমরা। কিন্তু নানাবিধ বিকৃত তথ্যের সঙ্গে তা এখনই সবার সামনে এসে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এ ব্যাপারে সব কথা জানাবেন।’