নবীগঞ্জে দেবপাড়ায় মৎসজীবি নিবন্ধন ও পরিচয় পত্র প্রদানের ব্যাপারে অনিয়ম ও দূর্নীতি
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্প এর আওতায় জেলেদের চুড়ান্ত তালিকায় নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এতে ইউপি সদস্য সহ অমৎসজীবি ২৯ জনকে অনিয়মের মাধ্যমে মৎসজীবির তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। এ ঘটনায় উপজেলার ওই ইউনিয়নের সর্বত্র মৎস্যজীবিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রতিকার চেয়ে উপজেলা নবীগঞ্জ নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন মৎসজীবি নুরুল ইসলাম সহ অন্যান্য মৎস্যজীবিরা। অভিযোগে উল্লেখ্য মৎস্যজীবিরা জানান, জেলেদের নিবন্ধন পরিচয় পত্র প্রদান প্রকল্প এর আওতায় জেলেদের চুড়ান্ত তালিকায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিজ মিয়া সহ উক্ত ওয়ার্ডের আরো ২৯ জন অমৎস্যজীবিকে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে উক্ত তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। যা প্রকৃত মৎস্যজীবিদের ক্ষতিগ্রস্থ করার পায়তারা সহ ব্যাপক ক্ষতিসাধনের লক্ষে অমৎস্যজীবি হয়েও মৎস্যজীবির তালিকায় তাদের নাম দেওয়া হয়। উক্ত ঘটনায় দেবপাড়া ইউনিয়ন তথা উপজেলার সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ ব্যাপারে অভিযোগ তদন্তকারী উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা আমিনুল হকের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, তদন্ত অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে অভিযোগ দায়েরকারী মৎস্যজীবিগণ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৩ জুলাই লিখিত অভিযোগ দেওয়ার পর পরই নামধারী মৎস্যজীবিরা নিজেদের রক্ষার্থে বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেছে।