নবীগঞ্জে শিখন স্কুলের ৩য় শ্রেণির পরীক্ষা শুরু
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় সেভ দ্যা চিলড্রেনের অর্থ ও কারিগরী ব্যবস্থাপনায় আরডিআরএস বাংলাদেশ পরিচালিত শিখন কর্মসূচীর ৯০টি স্কুলের শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা গত সোমবার থেকে শুরু হয়েছে। বিভিন্ন সরকারী বে-সরকারী শিক্ষা প্রতিষ্টানে নিকটবর্তী কয়েকটি শিখন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্র ভিত্তিক পরীক্ষার আয়োজন করা হয়। নবীগঞ্জ পৌর এলাকার নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি কেন্দ্রে শিখন স্কুলের পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্র বিতরন করে পরীক্ষার উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। এ পরীক্ষায় ৯০টি শিখন স্কুলের ২ হাজার ৭ শত ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করছে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর সৈয়দ বদরুছ ছালেকীন। শিক্ষক প্রশিক্ষক সঞ্জয় কুমার রায়,লার্নিং ফ্যাসিলিটেটর মনিরুল ইসলাম।