যৌন হয়রানির ঘটনায় ক্ষমা চাইলেন পোপ
সুরমা টাইমস রিপোর্টঃ গির্জায় পুরোহিতদের দ্বারা যৌন হয়রানির শিকার শিশুদের কাছে ক্ষমা চেয়েছেন পোপ ফ্রান্সিস। নির্যাতনের শিকার শিশুদের সঙ্গে সোমবার দেখা করার পর তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। এ সময় নির্যাতনের বিষয়টি চেপে যাওয়ার ঘটনায় গির্জা কর্তৃপক্ষের সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ‘পুরোহিতদের এই ঘৃণ্য অপরাধের জন্য ওই শিশুদের কষ্ট মুছে দেয়া ও ক্ষতি পূরণের ব্যবস্থা করতে হবে।’
পোপের মুখপাত্র ফেডরিকো লমবর্দি জানান, নির্যাতনের শিকার ওই শিশুদের প্রত্যেকের সঙ্গে আধা ঘণ্টা করে সময় দেন পোপ। সোমবার রাতে তাদের সঙ্গে রাতের খাবার খান তিনি। এর আগে সোমবার সকালে ভ্যাটিকান সিটিতে নির্যাতিত ওই ছয় শিশুর সঙ্গে দেখা করেন পোপ ফ্রান্সিস। নির্যাতিত শিশুদের মধ্যে জার্মানি, আয়ারল্যান্ড ও ব্রিটেনের দু’জন করে শিশু রয়েছে।