অজানা অভিমানে একই রশিতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা !
সুরমা টাইমস রিপোর্টঃ সিংড়ায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। উপজেলার আগপাড়া শেরকোল গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত দম্পতিরা হলেন আশরাফুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মদিনা বেগম (২৪)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেন। জানা গেছে, রাতে খাওয়া-দাওয়া শেষে আশরাফুল ও মদিনা নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করলেও তাদের কোনো সাড়া পায়নি। পরে সাড়া না পেয়ে আশরাফুলের বাবা আহসান আলীসহ প্রতিবেশীরা দরজা ভেঙে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দু’জনের মৃতদেহ দেখতে পায়। প্রায় ১২ বছর আগে একই গ্রামের মজিবর রহমানের মেয়ের মদিনার সঙ্গে বিয়ে হয় আহসানের পুত্র আশরাফুল ইসলামের। ৩ বছর আগে ওমানে কাজের জন্য যায় আশরাফুল। ২ মাস আগে ছুটিতে দেশে ফিরে আসে। ছুটি কাটিয়ে আগামী মাসের ৬ তারিখে আবারও ওমানে যাওয়ার ফ্লাইট ছিল তার। তাদের ঘরে ৯ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, তাৎক্ষণিক আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে ঘরের মেঝেতে ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা চিঠি পাওয়া গেছে।