অপু ভেবে ববিকে বেছে নিলেন শাকিব!
সুরমা টাইমসঃ মোমেন্ট উইথ স্টারস’ নামে এক আড্ডার অনুষ্ঠানে সম্প্রতি অতিথি হয়েছিলেন শাকিব খান, অপু বিশ্বাস ও ববি। প্রযোজক জানান, এ অনুষ্ঠানের এক পর্যায়ে শাকিব খানের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে বেছে নিতে বলা হয় অপু বিশ্বাস ও ববিকে। কিন্তু শাকিব খান ভুল করে অপুর জায়গায় ববিকে এবং ববির জায়গায় অপুকে বেছে নেন। চোখ খুলে দেয়ার পর শাকিব তার ভুলের জন্য লজ্জার হাসি দেন। অনুষ্ঠানে তারা কথা বলেছেন সিনেমা, ক্যারিয়ার সহ ব্যক্তিগত নানা প্রসঙ্গে।