খেয়াঘাটের লীজ নিয়ে বিপাকে লীজ গ্রহিতা !
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জের আটগ্রাম বাজার খেয়াঘাটের লীজ নিয়ে বিপাকে পড়েছেন লীজ গ্রহিতা মোঃ আব্দুল করিম। তিনি উপজেলার পূর্ব চারিগ্রাম গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে। চলতি বছরের ৫ জুন সিলেট জেলা পরিষদের টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি লীজ গ্রহন করলেও একই উপজেলার মরিচা গ্রামের আকরম আলী,দেলওয়ার হোসেন,আব্দুল খালিক,জালাল উদ্দিনসহ অন্যান্যরা খেয়াঘাটের সম্মুখভাগের ভূমি দখল করে গড়ে তুলেছেন দোকানঘর।
দোকান নির্মাণের ফলে স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াত ও নৌকা থেকে মালামাল উঠানামায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। অবৈধ এসব দোকান উচ্ছেদের জন্য লীজ গ্রহিতা গত ২৯ জুন জেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন। জেলা পরিষদের অফিস সহকারী বর্ণালী দাশ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন,জেলা পরিষদের পক্ষ থেকে লীজ গ্রহিতা আব্দুল করিমের অভিযোগটির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। অপরদিকে ভূক্তভোগি আব্দুল করিম জানান-তিনি অবৈধ দোকানদারদের কারণে আর্থিক ক্ষতির সম্মুখহীন হচ্ছেন,তিনি জরুরী ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো উচ্ছেদের জন্য প্রশাসনিক উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।