সিলেটের সঙ্গে সারাদেশে রেল যোগাযগ বন্ধ
মৌলভীবাজার প্রতিনিধিঃ কুলাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সোমবার সন্ধ্যায় কুলাউড়ার উপজেলার বরমচালে লোকাল জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিলেট ছেড়ে আসার পথে দুর্ঘটনার শিকার হয়।
রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। কুলাউড়া জংশন রেলস্টেশন মাস্টার মাহিদুর রহমান জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর সিলেট আখাউড়া রেল সেকশনের লাইন বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি লাইন থেকে সরিয়ে রেলযোগাযোগ চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।