ওসমানীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
ওসমানীনগর প্রতিনিধিঃ সোমবার বিকেলে ওসমানীনগরে গুল্মকাপন গ্রামে গ্রামীণফোনের টাওয়ারের নির্মাণকে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে আবু সাঈদ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আবু সাঈদ (৩৮) ওসমানীনগর উপজেলার কিয়ামপুর গ্রামের মৃত আবদুল আলীমের ছেলে।
প্রত্যদর্শীরা জানান, গুল্মকাপন ও কিয়ামপুর গ্রামের সীমানায় গ্রামীণফোনের টাওয়ারের নির্মাণ কাজ নিয়ে গুল্মকাপন গ্রামের খলকু মিয়া ও কিয়ামপুর গ্রামের তুহিন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খলকু মিয়াকে মারধর করেন তুহিন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছোড়া পাথর কিয়ামপুর গ্রামের বাসিন্দা আবু সাঈদের বুকে আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাকে সিলেটের দক্ষিন সুরমা নর্থইস্ট হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবু সাঈদ মারা যান। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।