নবীগঞ্জে জাকজমকভাব রথ উৎসব পালিত

29- Roth Nabiganjউত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ সারাদেশের ন্যায় যথাযথ ভাবগাম্ভ্ীর্য্যরে মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলায় ও হিন্দু ধর্মের অন্যতম উৎসব জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব গতকাল রবিবার বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল গোবিন্দ প্রতিকৃতিসহ বাজার প্রদক্ষিন,দুপুরে রথ টান,বিকালে প্রসাদ বিতরন। সকাল থেকেই সনাতন ধর্ম্বালর্ম্বী লোকজন স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় সমবেত হন। দুপুর ২ টায় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে সহস্রাধিক ভক্তবৃন্দ রথ টেনে পশ্চিম বাজার এনে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় গিয়ে শেষ হয়। বাজারের দুপাশের বাসা-বাড়ীর নর-নারীগন রথ টানার দৃশ্য উপভোগ করেন। পরে গোবিন্দ জিউড় আখড়ায় সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করে শেষ হয়। রথ উৎসসের উদ্ধোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী,নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু,উপজেলা আওয়ামীলীগ ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী,কাউন্সিলর শাহ রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ পৌর কাউন্সিলর এটিএম সালাম,পৌর কাউন্সিলর যুবরাজ গোপ,কাউন্সিলর সন্তোষ চন্দ্র দাশ,রথযাত্রা উৎসব কমিটির আহবায়ক মন্টু আর্চায্য,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের আহ্বায়ক মিহির কুমার রায় মিন্টু,সুবিনয় কর,নিখিল আচার্য্য,সুখেন্দু রায় বাবুল,অশোাক তরুন দাস,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,পৌর,পবিত্র বনিক প্রমূখ।