ফরমালিনের নীরব আতংকে মধু মাসের ফল কিনতে জন সাধারনের ভয়!
উত্তম কুমার পাল হমিলে,নরীগণজ: ফরমালিনের নিরব আতংকে ভাসছে জনপদ। মধু মাসের আম, কাঠাল, আনারস সহ বিভিন্ন কাচাঁ মালেও ব্যবহার হচ্ছে ফরমানিল নামের বিষ। নবীগঞ্জ উপজেলার হাঠ, বাজারে গত কিছুদিন ধরে প্রশাসন কর্তৃক ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা হওয়ায় ও অনেক ফল, মূলে বিষাক্ত ফরমালিনের মাত্রা ধরা পড়ায় প্রত্যান্ত অঞ্চলের সাধারন লোকজনের মধ্যে ফরমালিনের নিরব আতংক বিরাজ করছে। পূর্বের তুলনায় আম, কাঠাল ক্রয়ে সাধারন লোকজন ফরমালিনের ভয়ে ফল কিনতে সন্ধিহান হচ্ছেন। গতকাল বিভিন্ন হাঠ বাজারে পরিদর্শনকালে দেখা যায়, আম, কাঠাল, আনারস সহ বিভিন্ন ফলের দোকানে ক্রেতাদের তেমন ভিড় বা উৎসাহ নেই। আউশকান্দি হীরাগঞ্জ বাজারে কাঠাল ক্রয় করতে আসা তৌয়ব আলী নামের এক ব্যক্তি বলেন, ফরমালিনের ভয়ে আম, কাঠাল খাওয়াই বলতে গেলে ছেড়েই দিয়েছেন। তবুও ছেলে মেয়েদের চাহিদা অনুযায়ী জাতীয় ফল কাঠাল কিনতে এসেছেন। এভাবে অনেকেরই ফরমালিন নিয়ে আতংক, নিরব ঘাতক ফরমালিনের ফলে মানবদেহের ক্ষতির এই সংবাদ কার না অজানা। তাই অনেক সাধারন ব্যবসায়ীরাও ফরমালিন নিয়ে চিন্তিত। ব্যবসায়ী লেবু মিয়া বলেন, আমরা কাঠাল, আম আড়ৎ থেকে কিনে আনি এতে যদি ফরামালিন মেশানো থাকে সেটা আমাদের জন্যও ক্ষতিকারক। আমাদের জানামতে ফরামালিনের মিশ্রিত কোন প্রকার ফল বিক্রয় তো দূরের কথা এর দ্বার প্রান্তেও যাবনা।