মাহে রমজানের পবিত্রতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন : নগর জামায়াত
রহমত, মাগফেরাত ও নাযাতের সওগাত নিয়ে সমাগত হয়েছে মাহে রমজান। ্এই মাসটি মুসলিম উম্মাহর জন্য মুত্তাকী হওয়ার প্রশিক্ষণ দিয়ে থাকে। মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস হওয়ায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও মহাত্ম মুসলমানদের কাছে অনেক বেশী। সিয়াম সাধনার এই মাহে রমজানে পবিত্রতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকল রোজাদার ও সরকারের প্রতি আহবান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। গতকাল রোববার নগরবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতি প্রদান করেন, সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ ও সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন-মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ, নগরী থেকে সকল প্রকার সিনেমার অশ্লীল পোষ্টার ও বিলবোর্ড অপসারণ, নগরী থেকে অসামাজিক কার্যকলাপ ও অশ্লীলতা বেহায়াপনা বন্ধ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত, যানজট দুরীকরণ, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য পাওনা পরিশোধ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থাকার জন্য সকল রোজাদার ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তারা। বিজ্ঞপ্তি