সিলেটে ছাত্রলীগের ভর্তি বাণিজ্যে : সাংবাদিককে প্রাণনাশের হুমকি

sylhet MC Collegeসুরমা টাইমস ডেস্কঃ সিলেট সরকারি কলেজে ভর্তি বানিজ্যের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ ক্যাডার কর্তৃক এবার প্রাণনাশের হুমকির মুখে পড়লেন সিলেট স্থানিয় পত্রিকার সাংবাদিক মুকিত তুহিন। জানা যায় গতকাল শনিবার সিলেট সরকারি কলেজে ছাত্রলীগ জুনিয়র দুই গ্রুপের ভর্তি বাণিজ্যেও টাকা ভাগাভাগি নিয়ে মানামারির সংবাদ সংগ্রহ করতে যান সিলেট সংলাপের এমসি ওসরকারি কলেজের প্রতিনিধি মুকিত তুহিন । কলেজের বহিরাগত ক্যাডার গাঁজা টিটুর নেতৃত্বে একদল ক্যাডার ঐ সাংবাদিককে দেখে এগিয়ে আসে। কোন কিছু বুঝে ওঠার আগেই জুনিয়র কয়েকজন সাংবাদিককে প্রহৃত করার চেষ্টা করলে তিনি নিজেকে কোন ভাবে রক্ষা করেন। কিছুক্ষন পর গাঁজা টিটু এগিয়ে এসে মুকিত তুহিনকে বলেন ‘তুই আমাদের ছাত্রলীগ কে নষ্ঠ করছত। তুই যদি আজকের সংবাদ পত্রিকায় প্রকাশ করছ তাহলে তকে আমি জানে মেরে ফেলব।আর তকে যদি এমসি কলেজ অথবা সরকারি কলেজে দেখি তবে ও তকে মরাব’।তাৎক্ষনিক ভাবে সাংবাদিক মুকিত তুহিন কলেজ থেকে বের হয়ে আসেন। সিলেট সরকারি কলেজে প্রতিবছর একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে বাণিজ্য হয়ে আসছে। গতকালও ভর্তির টাকা নিয়ে ভাগ বাটওয়ারার সময় জুনিয়র দুই ছাত্রলীগ কর্মীদের মধ্যে মারামারি হয়। এতে ভর্তি কার্যক্রম প্রায় ১ ঘন্টা যাবৎ বন্ধ থাকে । এর আগে কলেজ কর্তৃক নির্বাচিত ভর্তি শিক্ষার্থীদেও মেধা তালিকা ছিঁড়ে ফেলে দেয় ঐ ক্যাডার বাহিনী।