অপরাধ নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

বিশ্বনাথে ওপেন হাউজ-ডে উপলক্ষ্যে নুরেআলম মিনা পিপিএম

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের পুলিশ সুপার নুরেআলম মিনা পিপিএম বলেছেন, চুরি, ডাকাতিসহ সকল প্রকার অপরাধ নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন পুলিশের পাশাপাশি সামাজিক ভাবে অপরাধ দমনে এগিয়ে না আসলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে না। ফলে প্রত্যেক এলাকার জনগন নিজ-নিজ অবস্থান থেকে পুলিশকে সহযোগিতা করতে হবে। গতকাল শনিবার বিকেলে থানা প্রশাসন আয়োজিত লামাকাজি বাজারে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন এর সভাপতিত্বে ও এসআই মো. টিপু সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র এএসপি (দক্ষিন) সার্কেল গোপাল চক্রবর্তী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রইছ আলী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন মেম্বার এনাম আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।