শাহজালাল সিটি কলেজে নবীণ বরণ অনুষ্টিত

Ohee Alom Rezaসুরমা টাইমসঃ নগরীর নগরীর শাহজালাল সিটি কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নবীণ বরণ কলেজ ক্যাম্পাসে। অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার নবীণ ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারনায় মুখর হয়ে উঠে।  কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও প্রভাষক অহী আলম রেজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এনামুল হক সরদার বলেন, শুধু সার্টিফিকেট অর্জন করা উদ্দেশ্য নয়। লেখা পড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। এমন ভাবে চলাফেরা করতে হবে যাতে মানুষের আস্থা অর্জন করা যায়।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে যত বেশি অধ্যবসায় করবে সে তত বেশি উন্নতির শিখরে আরোহন করতে পারবে। সবাইকে জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় বিচরণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজিয়া সুলতানা চৌধুরী, রাজনৈতিক আফরোজ আলী, প্রভাষক এনামুল হক চৌধুরী, ইরাজ ভট্রাচার্য রাজীব, আবুল হাসান চৌধুরী জাকের। উপস্থিত ছিলেন প্রভাষক নাছরিন জাহান, মঈনুর রহমান, সানোয়ারা বেগম, উৎপল পুরকায়স্থ, জান্নাতুল ফেরদৌসি, সুজিত দাস, মৃত্যুঞ্জয় দাস, সাবিহা সুলতানা, পৃথ্বীরাজ রায়, শহীদুল ইসলাম রতন, জেমিমা রহমান, লুৎফুন নাহার, নিজাম উদ্দিন, ইমরানা সুলতানা । শিক্ষার্থীদেও মধ্যে -রোখশানা শারমিন, ইমরান আহমদ, তারেক আহমদ রীজু, স্বর্ণা দাস প্রমুখ্।