সুন্দরবনে মুক্তিপণের দাবীতে ৪০ জেলেকে অপহরণ
পূর্ব সুন্দরবনের কয়েকটি এলাকা থেকে মুক্তিপণের দাবীতে অন্তত ৪০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু আউয়াল ওরফে ছোট্ট বাহিনী। জেলে-মহাজন সূত্রে জানা গেছে, সুন্দরবনের নন্দবালা, মরাপশুর, হাড়বাড়িয়া ও ধানসিদ্ধির চর এলাকায় মাছ ধরারত জেলে বহরে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় হামলা চালায় আউয়াল বাহিনী। এসময় বেশ কয়েকটি নেৌকা ও ট্রলারের জাল কেটে নদীতে ফেলে দিয়ে লোকমান নামের এক জেলের ১টি ট্রলারসহ ৪০ জেলেকে অপরহণ করে নিয়ে যায় সশস্ত্র দস্যুরা । অপহৃত জেলেদের বাড়ী মংলার জয়মনি, গোলবুনিয়া ও বাগেরহাটের রামপালে বলে জানায় সংশ্লিষ্ট জেলে-মহাজনেরা। তবে মুক্তিপণ দিয়ে অপহৃত জেলেদের ছাড়িয়ে নেয়ার জন্য সন্ধ্যা থেকে মহাজনেরা দস্যুদের সাথে যোগাযোগের চেষ্টা করছে বলে জানা গেছে। মংলাস্থ কোষ্টগার্ড পশ্চিমজোনের লে: কমান্ডার আলাউদ্দিন বলেন, বিভিন্ন সুত্র থেকে জেলে অপহরনের ঘটনা শুনেছি, তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না কতজন জেলেকে বনদস্যুরা অপহরন করেছে। অপহরনের বিষয়টি খোজঁখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সাগর উপকুলে কোস্টগার্ডের নিয়মিত টহল অব্যহত রয়েছে বলে তিনি জানান। এদিকে সুন্দরবনে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকার পরও জেলে অপহরণের খবরে ওই এলাকায় জেলে ও মহাজনেরা হতাশা প্রকাশ করেছেন। বিস্তারিত…» সুন্দরবনে মুক্তিপণের দাবীতে ৪০ জেলেকে অপহরণ