সিপিবি-বাসদের সমাবেশে পুলিশের বাধা

54219বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টি ও বাসদের সমাবেশে মাইক ব্যবহার করতে দেয়নি এবং মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শনিবার বিকেল সোয়া ৫টায় অশ্বিনী কুমার হলের সামনে মাইক বিহীন সমাবেশ করতে হয় প্রতিবাদকারীদের।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, ‘বিশ্ব বাজারে তেলে দাম কমতে থাকায় দেশে বিদ্যুত উৎপাদন খরচও কম গেছে। তবুও সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম না কমিয়ে উল্টো বৃদ্ধি করছে। এতে সরকারের চরিত্র স্পষ্ট হয় এই সরকার কতটুকু জনবান্ধব।’
এ সময় তিনি সমাবেশে পুলিশ মাইক ব্যবহার করতে না দেয়ার প্রতিবাদে বলেন, ‘পুলিশের আচারণ স্বৈরাচরী এরশাদ আমলের ন্যায়। এই সরকারও এরশাদের ন্যায় বেশী দিন ক্ষমতায় থাকতে পারবে না।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাসদের সংগঠক মিঠুন চক্রবর্তী, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি মোসলেম সিকদার, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শারমিন জাহান পপি প্রমুখ। সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে পুলিশ অশ্বিনী কুমার চত্বরেই তা আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।