কিনব্রীজের আলোক সজ্জা অনুষ্ঠান বাতিল

Kean Bridgeসুরমা টাইমস রিপোর্টঃ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে কিনব্রীজে আলোক সজ্জার অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে বলে । কারন হিসেবে জানা গেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটে আসার কথা ছিল। অর্থমন্ত্রীর সিলেট সফর বাতিল হওয়াতে সিলেট সিটি কর্পোরেশন কিনব্রীজে আলোক সজ্জার অনুষ্ঠান স্থগিত রেখেছে। অর্থমন্ত্রীর সিলেট সফর বাতিল করেছেন বলে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯৩৬ সালে আসামের তৎকালীন শিক্ষামন্ত্রী খান বাহাদুর আবদুল হামিদ এবং আসামের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য বাবু প্রমোদ চন্দ্র দত্তের উদ্যোগে সুরমা নদীর উপর নির্মিত হয় দৃষ্টিনন্দন এই ব্রিজ। সিলেটের মানুষের কাছে ‘পুরান পুল’ নামে পরিচিত এ ব্রিজটি।
সম্প্রীতি সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ও গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় কিনব্রিজ আলোকসজ্জ্বার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে এই আলোকসজ্জার উদ্বোধন করার কথা ছিল।