আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী

BHRC Sylhetজাতিসংঘ ঘোষিত নির্যাতন বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন জালালাবাদ থানা শাখার উদ্যোগে গতকাল ২৬ জুন বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবার শহীদ মিনার প্রাঙ্গনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জালালাবাদ থানা শাখার সিনিয়র সহ-সভাপতি এ.এস.এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রচার সম্পাদক জুনেদ আহমদ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ দিলোয়ার হোসেনের যৌথ পরিচালনায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবালী সিদ্দিকী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এড. মির্জা হোসাইন, মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী এহিয়া, হাসিবুল হাসান, ওয়েভস্ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী আব্দুল আলীম জুয়েল, রোটারিয়ান আব্দুস সালাম, আজিজুর রহমান, এনামুল হক, মোঃ বেলাল আহমদ, আব্দুল মুকিত, আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন বন্ধে তথ্য পাওয়ার অধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। নারীরা যাতে তথ্য আদান প্রদানের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে সে ব্যাপারে সকলকে ভূমিকা রাখতে হবে। দেশে যে ধরনের নারী ও শিশু নির্যাতন হচ্ছে তা বন্ধ করার আহবান জানান।  প্রেস-বিজ্ঞপ্তি