বিশ্বনাথ উপজেলা পরিষদের ১ কোটি ১৮ লাখ টাকার বাজেট ঘোষণা
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলা পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ১ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৮শত ৮০ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে এক বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজেট পেশ করেন উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকতা সোনামনি চাকমা, পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, অলংকাাউ ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, দশঘর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, বিএনপি নেতা আব্দুল হাই, বশির আহমেদ, কলমদর আলী, সিরাজ খান, জামায়াত নেতা ফখরুল ইসলাম খান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, প্রণঞ্জয় বৈধ অপ, এমদাদুর রহমান মিলাদ, অসিত রঞ্জন দেব, মোহাম্মদ আলী শিপন, সাইফুল ইসলাম বেগম, নূর উদ্দিন, নুর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, সাংবাদিক ফটো সাংবাদিক আখতার হোসেন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।