নবীগঞ্জের সাবেক এমপি মরহুম রফি চৌধুরীর ছেলের সিলেট বাসায় ডাকাতি
ল্যাপটপ,নগদ টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ-বাহুবল আসনের প্রয়াত এমপি মরহুম রফি চৌধুরীর ছেলের সিলেটস্থ বাসায় গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে সিলেটের নবাব রোডের পূর্ব ঘাসিটুলা বাসায় এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। নবাব রোডের এল,জি,আর,ডি অফিসের পাশ্ববর্তী হায়দর মঞ্জিলের ফাতেমা মহলে বুধবার ভোর ৫টায় এ ডাকাতির ঘটনা ঘটে ।
জানা যায়, নবীগঞ্জ-বাহুবল আসনের প্রয়াত এমপি মরহুম রফি চৌধুরীর পুত্র হায়দর মঞ্জিলের ভাড়াটিয়া দ্যা গ্ল্যানকো ফাউন্ডেশন ওয়ার্ক ফর লাইফের সিলেট বিভাগের ক্লিনিক ম্যানাজার ফিজিওথেরাপি ডাক্তার মারুফ আহমেদ চৌধুরী খেলা দেখার পর ঘুমিয়ে পরেন। উল্লেখিত সময়ে ৪/৫জনের একটি সংঘবদ্ধ দল তার বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় কাজের মেয়ে চিৎকার করলে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে। পরে ডাকাতরা ২টি ল্যাপটপ,একটি ডি,এস,এল,আর সহ ৩ টি ক্যামেরা, ১টি হ্যান্ডি কেন ভিডিও ক্যামেরা ১টি মোবাইল সেট, অফিসের মূল্যবান কাগজ ও নগদ ২০ হাজার টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পরদিন সকালে থানা পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।