অভিযোগ পেলে শামীম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে র‌্যাব

RAB-Taking-acrion-on-Shamimসুরমা টাইমস রিপোর্টঃ শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান। বুধবার সকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে র‌্যাবের সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ টি এম হাবিবুর রহমান বলেন, ‘শামীম ওসমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য নেই। অভিযোগও পাইনি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থে র‌্যাব আন্তরিক। বৃহস্পতিবারের নির্বাচনকে সামনে রেখে র‌্যাব ব্যাপক তৎপরতা শুরু করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের দায়িত্বে নিয়োজিত র‌্যাব-১১ তে ৬০০ সদস্য ছিল। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার জন্য এখানে র‌্যাবের সদস্য ১০০০ এ উন্নীত করা হয়েছে। পাশাপাশি বোমা নিষ্ক্রিয়করণ টিম, ডগ স্কোয়াগ ও র‌্যাবের হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। অবাধ নির্বাচনে যে কোনো হস্তক্ষেপ কঠোর হস্তে দমন করা হবে।’
হাবিবুর রহমান বলেন, ‘অবাধ নির্বাচন বিঘ্নকারীকে আইনের আওতায় আনা হবে। ১৪১টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৯৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও প্রত্যেকটি কেন্দ্রকে আমরা সমান গুরুত্ব দিয়ে তৎপরতা চালাব। নির্বাচন বানচাল বা আচরণবিধি লঙ্ঘনের যে কোনো অভিযোগ পেলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ৩৬ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে হাবিব বলেন, ‘এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। ব্যক্তিগতভাবে আমরা কাউকে ঝুঁকিপূর্ণ মনে করি না। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এরা বিশেষ নজরদারিতে থাকবেন।’