জামায়াত নেতা জুবায়েরসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর জিন্দাবাজারে বোমাবাজির ঘটনায় সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ জামায়াত-শিবিরের ৫৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। কোতোয়ালী থানাধীন বন্দরবাজার ফাঁড়ির এসআই বিকাশ চন্দ্র সরকার বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় জামায়াত নেতা জুবায়েরসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৪০ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে। মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার রাতে জিন্দাবাজার পয়েন্টে জামায়াত-শিবিরের মিছিল থেকে বোমাবাজি ও গাড়ি ভাঙচুর করা হয়েছিল।
এহসানুল মাহবুব জুবায়ের ছাড়া মামলার এজহারনামীয় অন্যান্য আসামীরা হলেন- ইউসুফ বিন নুরী চৌধুরী সানি (২৪), আনোয়ারুল ওয়াদুদ টিপু (৩০),আব্দুর রাজ্জাক (২৮), মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ার (২৮), শাহরিয়ার আলম শিপার (৩২), সোহেল (২৩), শফিকুল আলম মফিক (৩৪), মাহবুব (২৪), আ.খ.ম খালেদ চৌধুরী (৩৫), আব্দুল মালেক (৩৩), রেহান আহমেদ হারিছ (৩৫), মহানগর ছাত্রশিবিরের এইচ আর ডি সম্পাদক এবাদুর রহমান ওরফে মাসুক (২৮), মহানগর জামায়াতে ইসলামীর আমির এডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের (৪৫), হাফিজ আব্দুল হাই হারুন (৫৫), ফয়েজ আহমদ (২৬), এমসি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারী তোফাজ্জল হোসেন রুহেল (৩০), তানভির আহমদ (২২) ও রাজু মিয়া (১৯)। এর মধ্যে শফিকুল আলম মফিককে সোমবার তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।