বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় অন্তসত্ত্বা মহিলাসহ আহত ৪
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে কাজে না যাওয়ায় দিনমজুর পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা সদরের মুফরিতগাঁও রোডে জানাইয়া গ্রামের রুহুল মিয়ার বাসায় এঘটনা ঘটে। আহতরা হলেন আছাকারুন বেগম, ছেলে নূর আলী, শানুর আলী, ছেলের স্ত্রী রহিমা বেগম। রহিমা বেগম চার মাসের অন্তস্বত্তা বলে জানাগেছে। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আহত আছকারুন নেছার স্বামী মুক্তার আলী বাদি হয়ে ৬ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন থানা এস আই ফজলে রাব্বী।
অভিযুক্তরা হলেন জানাইয়া মশুলা গ্রামের আব্দুল বারীর পুত্র খয়রুল ইসলাম, ফয়জুল ইসলাম, একই গ্রামের গেদা মিয়ার পুত্র ছয়ফুল ইসলাম, ইজ্জত উল¬াহ’র পুত্র বছাই মিয়া, তার ছেলে জুবেল আহমদ, আবদুল বারির ছেলে তফজ্জুল হোসেন।
থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, বাদির ছেলে নুর হোসেনের সাথে আসামীদের চা-পান করা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে গতকাল সোমবার সকালে অভিযুক্তরা লাঠি-সোটা নিয়ে বাসায় হামলা চালায়। তাদের হামলায় বাদির ছেলে স্ত্রী অন্তসত্ত্বা রহিমা বেগমসহ চারজন আহত হন। এসময় তারা আমাদের ভাড়াটিয়া বাসার দরজা-জানালা ভেঙ্গে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।
এব্যাপারে অভিযুক্ত খয়রুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।