জাতীর কল্যাণে সব ধরনের উন্নয়ন করা হবে

বিশ্বনাথে সাংসদের ইফতার মাহফিলে অর্থ প্রতিমন্ত্রী এম.এ. মান্নান

MP Yahyaতজম্মুল আলী রাজু, বিশ্বনাথঃ অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান এমপি বলেছেন, জাতীর কল্যাণে সব ধরনের উন্নয়ন করা হবে। এরজন্য সবার সহযোগিতা দরকার। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশের প্রতিটি এলাকায় গুরুত্ব দিয়ে সব ধরনের উন্নয়ন করা হবে। উন্নয়ন বঞ্চিত হবে না কোন এলাকা। মান্নান বলেন, রাজনীতিতে নবীন। প্রবীণদের সহযোগিতা নিয়ে সৎপথে সরকারী দায়িত্ব পালন করতে চাই। গতকাল শুক্রবার সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া’র উদ্যোগে দেওকলস ইউনিয়নের দেওকলস দারোগা বাড়িতে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছত্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য আ.ন.ম শফিকুল হক, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুহিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. পংকি খান। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সবুজ সিলেট সম্পাদক মুজিবুর রহমান, সাপ্তাহিক সুরমা টাইমস সম্পাদক হাবিবুর রহমান তফাদার, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্ঠু, সাবেক জেলা সহ-সভাপতি জহিরউদ্দিন পল্টু, সিলেটের এডিশনাল কমিশনার এজাজ আহমদ, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কবিরউদ্দিন, সাধারণ সম্পাদক আবদাল মিয়া, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আমির আলী, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য রফিকুল আলম লালু, এম.এ.রব, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন-আহবায়ক সিতাব আলী, যুগ্ন-আহবায়ক জয়নাল আবেদীন, ব্যবসায়ী সাজ্জাদুর রহমান, যুবলীগের যুগ্ন-আহবায়ক আলতাব হোসেনসহ বিভিন্ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন সাংসদের পিতা অ্যাডভোকেট আব্দুল হাই চৌধুরী।