বালাগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন
ডিজিটাল বাংলাদেশের সুফল আগামী প্রজন্মরা উদ্যোগী হয়ে দেশ সেবায় আত্ম নিয়োগ করবে : জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম
বালাগঞ্জ প্রতিনিধি: বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের সুফল আগামী প্রজন্মরা উদ্যোগী হয়ে দেশ সেবায় আত্ম নিয়োগ করবে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তত্বাবধানে প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল কার্যক্রমে যাতে সাধারণ মানুষ সুযোগ সুবিধা পায় সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। আজ অনেকেই সহজে তাদের তথ্য আদান প্রদান করতে পারছেন ইউনিয়ন তথ্য অফিস, উপজেলা অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে। সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বালাগঞ্জ উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল সোমবার জুন বিকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর কবির সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দাল মিয়া, ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, বালাগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আনহার মিয়া, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রব্বানী, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ থানার এসআই অরূপ কুমার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, বালাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক আকরাম হোসেন, সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুর রব, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার উদ্দিন আহমদ, আব্দুল হাফিজ রেনু, বালাগঞ্জ ডি. এন. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম আখন্দ, বালাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, সাপ্তাহিক কুশিয়ারার কূল এর প্রকাশক হুসাইন আহমদ, সহযোগী সম্পাদক আবুল হোসেন ইমন, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলু ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজনসহ প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে মাওলানা নোমান আহমদ কাওছার, গীতাপাঠ করে প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ।