বালাগঞ্জে গাঁজাসহ ১জন গ্রেফতার
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইউছুফ আলী (৫০)। -সে থানার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গত শুক্রবার রাত সোয়া ৮টার সময় এএসআই সুপ্রিয় নন্দীর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ স্থানীয় এলাকা থেকে ২শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করেছে।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ অকিল উদ্দিন আহমদ জানিয়েছেন, গ্রেফতারকৃত ইউছুফ আলী গাঁজা ব্যবসার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ০৩, তারিখ ৯মে ২০১৪ইং। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।