মহানগর শিবিরের সাবেক সভাপতি আটক
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি সফিকুল আলম মফিক (৩৫)কে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। সফিকুল আলম মফিক মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র।
বড়লেখা থানা পুলিশ সোমবার বিকেল ৩টায় গ্রামতলার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সিলেটের কোতোয়ালী থানার ২টি মামলায় সফিকুল আলম মফিকের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ও মাল ক্রুকের আদেশ রয়েছে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি সফিকুল আলম মফিককে গ্রেফতারর সত্যতা নিশ্চিত করেছেন।