বালাগঞ্জে ছাত্রলীগের কমিটি গঠন
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে স্থানীয় তালতলা বাজারে ছাত্রলীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্টিত হয়। দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুল হক লেচু’র পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্দ্বু শিশু-কিশোর মেলা সিলেট জেলা শাখার সহসভাপতি মো. ইমরানুর রহমান এমরান।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ওয়ার্ড আ’লীগের সভাপতি মঈনুল ইসলাম, আ’লীগ নেতা মো. ইসলাম উদ্দিন, দেওয়ানবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফতহুল হাসনাত চৌধুরী শিমুল, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. রকিব আলী, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, যুগ্নসাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম, বালাগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্নসাধারণ সম্পাদক মো. লোকন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, শাহাব উদ্দিন, মোস্তফা মিয়া, আব্দুল মুহিদ প্রমুখ। উক্ত কর্মী সভায় সর্বসম্মতি ক্রমে সাহেদ আহমদ সভাপতি, মো. রুহেল খান সহসভাপতি, আব্দুল কাদির সাধারণ সম্পাদক, শাহাদাত হোসেন মুহিত যুগ্নসাধারণ সম্পাদক ও মো. আলবাব খানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৯নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।