ভালো শিক্ষক ছাড়া ভালো শিক্ষার্থী তৈরি করা যায়না : প্রফেসর খলিল
নর্থ ইস্ট ইউনিভিার্সিটি বাংলাদেশ‘র উপাচার্য প্রফেসর ড. মো. খলিলুর রহমান বলেছেন, ভালো শিক্ষক ছাড়া ভালো শিক্ষার্থী তৈরি করা যায়না। একজন শিক্ষকের ধ্যান জ্ঞান হওয়া উচিত একাগ্রতার সাথে শিক্ষাদান করা। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও বড় হওয়ার পথ দেখানোও দায়িত্বের মধ্যে পড়ে। তিনি গতকাল শনিবার নগরীর শাহজালাল সিটি কলেজে স্পোকেন ইংলিশ ও কম্পিউটার কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনের সব স্বপ্ন পূরণ নাও হতে পারে, তাই বলে স্বপ্ন দেখা বাদ দেয়া যাবেনা। নির্দিষ্ট লক্ষের দিকে এগিয়ে যেথে হবে। শাহজালাল সিটি কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও প্রভাষক দেলোয়ার হোসেইনের পরিচালনায় বক্তব্য রাখেন শাহজালাল সিটি কলেজের প্রভাষক অহী আলম রেজা, আবুল হাছান চৌধুরী জাকের, ইরাজ ভট্রাচার্য রাজীব, শহিদুল ইসলাম রতন্।
উপস্থিত ছিলেন শাহজালাল সিটি কারিগরি কলেজের অধ্যক্ষ কমলেন্দু দাস, প্রভাষক মঈনুর রহমান, নাছরিন জাহান, সানোয়ারা বেগম, জান্নাতুন ফেরদৌসি, সুজিত দাস, পৃথ্বীরাজ রায়, জেমিমা রহমান, লুৎফুন নাহার লতা, সাবিহা সুলতানা শীমু , নিজাম উদ্দিন প্রমুখ। অনুষ্টানে এমএস ফাউন্ডেশনের সদস্য শাহজালাল সিটি কলেজের প্রতিষ্টাতা এনামুল হক সরদারের মামা ডা. মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। শেষে প্রধান অতিথি পুরস্কার প্রাপ্তদের হাতে ল্যাপটপসহ সনদপত্র তুলে দেন। বিজ্ঞপ্তি