হবিগঞ্জে বাস খাদে, ২৫ যাত্রী আহত
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। হবিগঞ্জ-মাধবপুর বাইপাস সড়কের ধুলিয়াখালে বৃহস্পতিবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে হবিগঞ্জ সদর মডেল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে চেষ্টা চলছে।
আহতরা হলেন-ইব্রাহিম মিয়া (১৮), কিতাব আলী (৪০), আবু বক্কর (৩৫), পলাশ মিয়া (৩০), সালমা খাতুন (৩৫), ফারুক মিয়া (৪৫), নুর মিয়া (৬৫), মাহমুদা খাতুন (৩০), আহাদ মিয়া (৪৫), আব্দুল মালেক (৫০), শেফালী আক্তার (২৫), আফরোজ মিয়া (৪০), রিনা খাতুন (৩০), রোকেয়া সুলতানা (২০), সাইফুল হোসেন (৪০), আছিয়া খাতুন (৩০) সেলিম মিয়া (৩৫), শাহ আলম (৩২), আব্দুল হালিম (৬৫) ও সায়েরা খাতুন (২০)। এদের বাড়ি জেলার বিভিন্ন এলাকায়। বাকিদের নাম পাওয়া যায়নি।