বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি এম.এ সত্তারের পিতা বিএনপি নেতা আবদুল গণি (৭০) আর নেই। তিনি গতকাল বুধবার সকাল ৭টায় নিজ বাড়ি আমতৈল গ্রামের ইন্তেকাল করেন। (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার বাদ যোহর মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আহমদ নুর উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন চেয়ারম্যান, সদস্য লিলু মিয়া চেয়ারম্যান, আবদুল হাই, বশির আহমদসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী,সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক মানুষ।
এদিকে,বিএনপি নেতা আবদুল গণির মৃত্যুত্বে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছে। তারা এক বার্তা মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।