গোলাপগঞ্জ উপজেলা কৃষকলীগের কর্মী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে কৃষকলীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেছেন, কৃষকরাই হচ্ছে জাতির প্রাণ। কৃষকদেরকে অবহেলিত রেখে জাতীয় ভাবে অগ্রগতি অর্জন করা সম্ভব নয়। বর্তমান সরকার কৃষকদের কল্যাণে বিশেষ উদ্যোগ গ্রহন করায় আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। যথা সময়ে সার, বীজ ও কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দেয়ায় কৃষি ক্ষেত্রে অভাবনীয় সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী-কৃষকলীগ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাজী ইসমাঈল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খয়ের আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি শাহ্ নিজাম উদ্দিন, সহ-সভাপতি হাজী তেরাব আলী, আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের পক্ষে তাজ উদ্দিন, সংগঠনের উপজেলা উপদেষ্টা পরিষদ সদস্য মোশাহিদ আলী, পৌরসভার পক্ষে নিমার আলী, বাঘা ইউনিয়নের পক্ষে আব্দুল খালিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল জলিল পাকি মিয়া, ফয়াজ আলী, মিন্টু রায়, সুজিদ দেবনাথ, আব্দুল হান্নান, রোকন আহমদ জুয়েল প্রমুখ।