সিলেট জেলা ছাত্রশিবিরের প্রথম সভাপতি মকবুল আহমদের মৃত্যুতে ডা: শফিকুর রহমানের শোক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলার প্রথম সভাপতি মকবুল আহমদ-এর (৬৬) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান। গতকাল বুধবার এক শোক বার্তায় সাবেক এই ছাত্র নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। ডা: শফিক বলেন, আল্লাহ পাক তাঁর দ্বীনের এই মুজাহিদকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন।
সিলেট জামায়াতের শোক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলার প্রথম সভাপতি মকবুল আহমদ-এর (৬৬) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জামায়াত নেতৃবৃন্দ।
গতকাল বুধবার এক যৌথ শোক বার্তায় সিলেট বিভাগ জামায়াতের আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেটের আঞ্চলিক সচিব আজিজুর রশিদ চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা উত্তরের ভারপ্রাপ্ত আমীর ফয়জুল্লাহ বাহার, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, জেলা দক্ষিণ নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, মহানগর সেক্রেটারী মো: ফখরুল ইসলাম, জেলা দক্ষিণ সেক্রেটারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও জেলা উত্তর সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
সাবেক এই ছাত্র নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। নেতৃবৃন্দ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্র জীবন থেকেই শরীক হয়েছিলেন তিনি। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে নেতৃবৃন্দ আল্লাহর জান্নাতুল ফেরদাউস কামনা করেন। বিজ্ঞপ্তি