বিশ্বনাথ আ’লীগ নেতা মুনিম এর ইন্তেকাল দাপন সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ ও দলিল লেখক আব্দুল আব্দুল মুনিম (৭৫) আর নেই। গত শুক্রবার সকাল ১০টায় বাধ্যক্ষজনিক কারণে নিজ গ্রাম উপজেলার দন্ডপানিপুর গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন, (ইন্না…লিল্ল¬াহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ছেলে, ৫মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার বিকেল পৌণে ৬টায় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাধারণ সম্পাদক আছলম খান, সাবেক ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা দলিল খেলক সমিতির সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক সাজিদ আলী, কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেন, নির্বাহী সদস্য কলমদর আলী, মুহিবুর রহমান, মদননুর খান, আপ্তাবউদ্দিন, সেলিম আহমদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, আওয়ামীলীগ নেতা মুনিমের মৃত্যুত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশকারীরা হলেন-প্রকাশকারীরা হলেন-সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খান, আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক সাজিদ আলী, উপজেলা কৃষকলীগের আহবায়ক ছোরাব আলী, যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান, জামাল আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাধন দাস, সাধারণ সম্পাদক আরশ আলী, প্রচার সম্পাদক আরান দেব, উপজেলা যুবলীগের আহবায়ক মখদ্দছ আলী, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আশিক আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট। নেতৃবৃন্দ মরহুম মুনিম রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন।