শ্রীমঙ্গলে সংঘর্ষে আহত ছাত্রের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত মুমিন মিয়ার(১২)মারা গেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুমিন মৌলভীবাজার জেলার সদর উপজেলার গিয়াসনগর গ্রামের খলিল মিয়ার ছেলে। সে মৌলভীবাজার কোর্ট রোড এলাকার বিবি মেহেরজান রহমানিয়া দারুস সালাম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। ১৪ জুন শনিবার বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরের বিভিন্ন স্থানে দফায়-দফায় শ্রমিক-ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন মুমিনসহ ২০ জন আহত হন।