ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী আরজ মিয়া চৌধুরী আর নেই : বিভিন্ন মহলের শোক
নিজস্ব সংবাদদাতা, ছাতক: ছাতক উপজেলা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সুজন মিয়া চৌধুরীর ছোট ভাই, পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর পিতা, ছাতক বহুমুখি মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিও উপজেলা অটোরাইছ মিল মালিক সমিতির সভাপতি, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিও বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, দানবীর আলহাজ্ব আরজ মিয়া চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি——-রাজিউন। গতকাল মঙ্গলবার ভোর ৫টা ১০মিনিটে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৭ছেলে, ২মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ আছর ছাতক হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে আরজ মিয়া চৌধুরীর মৃত্যুতে পৃথক-পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোক জ্ঞাপনকারীরা হচ্ছেন-
বাংলাদেশ সরকারের অর্থও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব নজিবুর রহমান মানিক, আওয়ামীলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, নারায়নগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, মুহিবুর রহমান মানিক এমপি, এডভোকেট বেগম সামছুন নাহার শাহানা রব্বানী এমপি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনও এডভোকেট আব্দুল মজিদ পিপি, সুনামগঞ্জ জেলা আ.লীগ নেতা আজিজুস সামাদ ডন, কেন্দ্রিয় আ.লীগের উপ-প্রচার কমিটির সহ-সম্পাদিকাও এনটিভির সংবাদ উপস্থাপিকা মুমতাহিনা ঋতু, দোয়ারাবাজার আ.লীগের আহবায়কও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম ন্যান্সি, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, আফজাল আবেদীন আবুল, এডভোকেট সুফি আলম সোহেল, নজরুল হক, আলহাজ্ব সুন্দর আলী, ফারুক আলী, আব্দুল মছব্বির, আলহাজ্ব নুরুল ইসলাম, মুর্শেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা কদর মিয়া, আব্দুল গনি, বিল্লাল আহমদ, আওলাদ আলী মাস্টার, সাবেক চেয়ারম্যান লায়েক মিয়া, শাহাজুল ইসলাম, নিজাম উদ্দিন, অদুদ আলম।
ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রজনু আহমদ, প্যানেল মেয়র তাপস চৌধুরী, কাউন্সিলর ইরাজ মিয়া, সামছু মিয়া, আফরুজ মিয়া, লিয়াকত আলী, আখলাকুল আম্বিয়া সোহাগ, মাসুক মিয়া দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন সুমেন, মহিলা কাউন্সিলর সুতপা দাস, হেমেরা বেগম, মিলন রানী দাস, সাবেক কমিশনার আফতাব মিয়া, ফয়জুর রহমান, ফারুক মিয়া তালুকদার, নিজাম উদ্দিন, রবিন্দ্রনাথ মিন্টু, মুহিবুর রহমান সাধু, নওশাদ মিয়া, সাবেক মহিলা কমিশনার শিরিন আক্তার জলি, বিথীকা দাস, সৈয়দুন নেছা, পৌরসভার সহকারি প্রকৌশলী প্রদীপ রায়, সচিব মাহমুদ আলম মামুন, কর্মকর্তা জামাল উদ্দিন, কুলছুমা বেগম, শহিদুল হক মোল্লা, ফজলুর রহমান, রতন দে, চন্দন বর্ধন, অজিত দাস, লাভলী ব্যানার্জি, কুন্তলা রায়, শিল্পী দে, শিলা বড়–য়া, কল্যাণব্রত দাসসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, সদর উপজেলা আ.লীগের সভাপতিও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম, সুনামগঞ্জ চেম্বার্স অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সেক্রেটারী আ.ন.ম ওহিদ কনা মিয়া, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল অদুদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আবরু মিয়া তালুকদার, উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান সরকুম, পৌর আ.লীগের সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, প্রচার সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার ধলা মিয়া, আ.লীগ নেতা আওলাদ আলী রেজা, রেজা মিয়া তালুকদার, হাজী আফতাব আলী, দেওয়ান আবুল কালাম মাস্টার, আব্দুল হাসিব, হাজী আশিক মিয়া, মাওলানা শফিক উদ্দিন, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরন, সহ-সভাপতি এফএম ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক সজিব মালাকার, ছাত্রলীগ নেতা হুমায়ূন কবির রুবেল, ছাতক ছাত্রলীগের সাধারণ সম্পাদক (একাংশ) মাহফুজুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোশতাক আহমদ, কেন্দ্রিয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিক, পৌর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ তিতুমীর, সাবেক সাধারণ সম্পাদক শামছুর রহমান সামছু, সাবেক সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী শিমুল, বিএনপি নেতা ফারুক আহমদ, নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান, সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী, সিলেট মহানগর জামায়াত নেতা উবায়দুল হক শাহীন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, উপজেলা ডেপুটি কমান্ডার স্বরাজ কুমার দাস, সাংগঠনিক কমান্ডার গোলাম মোস্তফা, পৌর কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, রজব উদ্দিন, নিজাম উদ্দিন বুলি, হাজী পিয়ারা মিয়া, মতই মিয়া চৌধুরী, শাহাব উদ্দিন, লাল মিয়া।
উপজেলা যুবলীগ নেতা আব্দুর রহিম জুয়েল, আছাব মিয়া, মঞ্জু আহমদ, মিছাক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, সহ-সভাপতি সুব্রত হালদাস, সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী সজিব, সাংগঠনিক সম্পাদক গিয়াস মিয়া, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল কাদির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আহবাব মিয়া তালুকদার সাজু, শ্রমিকলীগ নেতা নুর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন্দ্র কুমার দাস, ছাতক অটো চায়না রাইছমিল মালিক সমিতির সাধারণ সম্পাদকও সার ডিলার এসোসিয়েশনের সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মনোহর আলী।
ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, উপাধ্যক্ষ কিরিটি ভূষণ আচার্য্য, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপাধ্যক্ষ মহি উদ্দিন, জাউয়াবাজার কলেজের অধ্যক্ষ আব্দুল গফ্ফার, মইনপুর কলেজের অধ্যক্ষ আখলাকুর রহমান, উত্তর সুরমা আজমত আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, ছাতক বহুমুখি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম, অধ্যাপক হরিদাস রায়, অধ্যাপক রমজান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক মিছবাহুজ্জামান শিলু, রাতগাঁও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন।