নগরীতে অভিনব পন্থায় ২২ লাখ টাকা ছিনতাই

Sintaiসুরমা টাইমস রিপোর্টঃ এটা কোন ফ্লিম কিংবা নাটকের অংশ নয়। প্রকাশ্যে সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় জনৈক ব্যাক্তির ২২ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। বিকেল ৪টা, মানুষ চলাচল স্বাভাবিক, যানবাহনও চলছে। এরই মধ্যে ৭/৮টি মোটরসাইকেল একটি কারের গতিরোধ করে। কোনো কিছু বুঝার আগেই ২০/২২জন যুবক কারের গ্লাস ভেঙে এক ব্যক্তির ২২ লাখ টাকা ছিনিয়ে নিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে দরগাহ গেইটস্থ এবি ব্যাংক থেকে ২২ লাখ টাকা তোলেন নগরীর পুরানলেন এলাকার বি- ব্লকের ১নং বাসার ইয়াহিয়া। তিনি ফতেপুর চা বাগানের মালিক। টাকা নিয়ে নয়াসড়ক হয়ে একটি কারে (চট্টমেট্রো গ ১১-৪৪১০) বাসায় যাচ্ছিলেন। নয়াসড়ক পৌঁছা মাত্র ৭/৮টি মোটরসাইকেলে আসা ২০/২২জন যুবক কারের গতিরোধ করে। এ সময় তারা অস্ত্রে মুখে কারের গ্লাস ভেঙে ব্যাগ ভর্তি টাকা ছিনিয়ে নেয়। পরে যুবকরা দ্রুত পালিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার ইয়াহিয়া জানান, ব্যাংক থেকে টাকা তোলে বাসায় যাচ্ছিলাম। নয়াসড়ক খাজাঞ্চি বাড়ি স্কুলের সামনে আসামাত্র ছিনতাইকারীরা কারের গ্লাস ভেঙে ২২ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় এসএমপি’র কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।