ইতালীতে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক এমপি কে গণসংবর্ধনা
ইতালি প্রতিনিধিঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী ব্রাহ্মণবাড়ীয়া এক আসনের সংসদ সদস্য ইতালী সফরে এলে ইতালী আওয়ামী লীগ গণসংবর্ধনায় আয়োজন করে। ইতালী আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় তরপিনাত্তারাস্থ তাজমহল রেষ্টেুরেন্টে এ গণসম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন রোমস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদৎ হোসেন, সর্বইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কেএম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, লিটন মোল্লা, জাহাঙ্গীর ফরাজী, জসিম উদ্দিন, গাজী আবু তাহের, সহ সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, শোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন বাবুল, সরদার মোঃ লুৎফর রহমান, জামান মোক্তার, দপ্তর সম্পাদক হাবীব মকদম, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালশী, সদস্য ফারুক ফরজী, নুরুল কবীর, সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের নয়না আহাম্মেদ, সুমনা সুমি, মলি মোক্তার। সভায় প্রধান অতিথি তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরেন এবং বলেন আজ আপনারা যারা আওয়ামী লীগকে ভালোবেসে একানে এসেছেন, আমাকে সম্মানিত করেছেন তাদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। তিনি বলেন আপনারা আওয়ামী লীগ করেন তারা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠনের সদস্য। যে সংগঠনটি নেতৃৃত্ব বাংলাদেশে স্বাধীনতা এসেছে। জনাব ছয়েদুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরন করে বলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নারে এই দেশটির জন্ম হত না। অনুষ্ঠান শেষে সকলে নৈশভোজে অংশগ্রহন করেন।