তাহিরপুরে বিজিবির হাতে ২৮৪ বোতল মদ আটক
কামাল হোসেন, তাহিরপুরঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে ২৮৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করেছে বিজিবি সদস্যরা। যার সরকারি মূল্য ৪ লক্ষ ২৬ হাজার টাকা। বিজিবি সূত্রে জানাযায়,লাউড়েরগড় বিওপির টহল কমান্ডার হাবিলদার সাদেক,এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টার সময় নিজেস্ব র্সোসের সংবাদের ভিত্তিতে যাদুকাটা নদীর পশ্চিমে মেইন পিলার ১২০৩ এলাকার বারেক টিলার টিলা গাওঁ নামক স্থানে অভিযান চালিয়ে ২৮৪ বোতল মদ আটক করে। এসময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে মাদক চোরাকারবারীরা ৩ টি বস্তর্বতী মাদের বোতল গুলো ফেলে রেখে পালিয়ে যায়। তাবে এসময় কাউকেই আটক করতে পারেনি বিজিবি।