অর্থমন্ত্রী এ.এম.এ.মুহিত আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট এর ২য় সেমিফাইনাল খেলা সম্পন্ন
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও ১২টি উপজেলা ক্রীড়া সংস্থার অংশগ্রহণে অর্থমন্ত্রী এ.এম.এ.মুহিত আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট ২০১৩-২০১৪ এর ১২.০৬.২০১৪ ইং তারিখের সিলেট সদর বনাম গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যকার ২য় সেমিফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম (সুনু মিয়া), সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল খাবির, কোষাধ্যক্ষ এ.এ.এম.মিরাজ (জাকির), সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য হাজী ছিদ্দিকুর রহমান , মহসিন আহমদ চৌধুরী, হানিফ আলম চৌধুরী, মঞ্জুর আহমদ চৌধুরী, আজাদুর রহমান আজাদ, গোলাম হাদী ছয়ফুল, টুর্ণামেন্ট কমিটির সদস্য-সচিব মাসুক আহমদ ও সদস্য শমসের জামাল, আক্কাছ উদ্দিন আক্কাই, সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক ও যুগ্ম সম্পাদক এ এইচ এ মালিক ইমন , গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল, সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক ও সিলেট ডি.এফ.এ. এর কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ আক্তারুজ্জামান মান্না, ডিসিপ্লিনারী কমিটির আহবায়ক হাজী এম এ সাত্তার, মুহিব আলী, হাজী আব্দুর ছাত্তার ও তাহের আহমদ, সংস্থার অভ্যন্তরীণ ক্রীড়া উপ-কমিটির যুগ্ম সম্পাদক জাবেদ সিরাজ, সিলেট জেলা ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক মান্না চৌধুরী, হিরক দে পাপলু , আব্দুল কাদির প্রমুখ। ২য় সেমিফাইনাল খেলায় সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থা ৬-২ গোলে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে বিজয়ী হয়। ২য় সেমিফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন সিলেট সদর উপজেলা ফুটবল দলের খেলোয়াড় জামিল। আগামী ১৬ জুন ২০১৪ ইং তারিখে বিকাল ০৫.০০ টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় উক্ত টুর্ণামেন্টের চূড়ান্ত খেলায় সিলেট সদর বনাম বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা মুখোমুখি হবে। চূড়ান্ত খেলা উপভোগে সিলেটের সর্বস্তরের দর্শকবৃন্দের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ও সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা-পিপিএমসেবা এবং টুর্ণামেন্ট কমিটির সদস্য-সচিব মাসুক আহমদ। বিজ্ঞপ্তি