রাজনগরে মনু নদীর ১২ পয়েন্টে ভাঙনের ঝুঁকি
নুরুল ইসলাম শেফুলঃ রাজনগর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মনু নদীর দুই তীরের ১২টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। এসব স্থান দিয়ে যে কোন সময় লোকালয়ে পানি প্রবেশ করে বন্যা দেখা দিতে পারে। এতে উপজেলার মনসুরনগর, টেংরা ও কামারচাক ইউনিয়নের ২৫টিরও বেশি গ্রাম এবং কয়েক হাজার একর আউশ ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনসুরনগর, টেংরা ও কামারচাক ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া মনুনদীর উভয়তীরে ১২টি স্থান ভাঙ্গনের ঝুকিতে রয়েছে। এর মধ্যে আদিনাবাদ এলাকায় বাঁধে বিরাট ফাটলের সৃষ্টি হয়েছে। নদীতে পানি বাড়লেই যে কোন সময় বড় ধরনের ভাঙ্গন দেখা দিতে পারে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মনু নদীর রাজনগর এলাকায় শ্বাসমহল, কোনাগাঁও, হরিপাশা, উজিরপুর, একামধু, আদিনাবাদ, মালিকোনা, কালাইকোনা, কান্দিরকুল, কামারচাক, ভোলানগর, খাসপ্্েরমনগর, প্রেমনগরসহ ১২টিরও বেশি স্থান ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। এসব ভাঙ্গন মেরামতে গত ও চলতি অর্থবছরে কোন কাজ করা হয়নি। ফলে কিছু ভাঙন দিয়ে পানি পবেশ করে বেশ কয়েকবার বন্যা দেখা দিয়েছিণ। এরপরও ওই এলাকায় বিশাল ভাঙ্গনের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, জরুরী ভিত্তিতে এসব এলাকা মেরামত করা না গেলে এসব ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে বন্যা দেখা দিবে।