তথ্যপ্রযুক্তি সেবাকে কাজে লাগাতে হবে

বিশ্বনাথে ডিজিটাল মেলার উদ্বোধনি অনুষ্ঠানে জেলা প্রশাসক শহিদুল ইসলাম

Biswanath (sylhet) photo 07-6-14বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেট জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, তথ্যপ্রযুক্তি সেবাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তথ্যপ্রযুক্তির ওই সেবাকে যথাযথভাবে কাজে লাগাতে হলে শিশুদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি গতকাল বিশ্বনাথে উপজেলা দুইদিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসাইনের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমেদ নূরউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী, দশঘর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, নুরউদ্দিন, জামাল মিয়া প্রমূখ। উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় ১৬টি স্টল অংশগ্রহন করেছে।