বিশ্বনাথে নদীর চর ইজারা বন্ধের দাবীতে মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে ‘বাসিয়া নদী’র চর ইজারা (একশনা বন্দোবস্ত) বন্ধ ও দ্রুত বিশ্বনাথ নতুনবাজার উন্নয়ন কাজ সম্পন্নের দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলার সর্বস্থরের ব্যবসায়ী ও এলাকাবাসীদের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি চলাকালে সেখানে উপস্থিত থাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম’র নিকট সরাসরি এ দাবি জানান নেতৃবৃন্দ।
বিশ্বনাথ নতুনবাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি নূরুল হক, ব্যবসায়ী মাহবুবুর রহমান লিলু, আমির আলী, তোতা মিয়া, জহির আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামীমুর রহমান রাসেল, উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ, আবদুল আজিজ সুমন প্রমুখ।