বিশ্বনাথে স্বর্ণের দোকান চুরি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলা সদরের পুরানবাজারের বিলকিছ মার্কেটের নুর জুয়ের্লাসের দোকানে দূর্ষর্ধ চুরি সংগঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় চুরের দল মার্কেটে প্রবেশ করে স্বর্ণে দোকানে হানা দেয়। এতে চুরেরদল স্বর্ণের আলমীরা ভাঙ্গতে না পেরে ক্যাসে থাকা নগদ ৫২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জুয়েলার্সের দোকান মালিক আবুল কালাম সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ১০টায় দোকানঘর বন্ধ করে বাসায় চলে যান। শুক্রবার সকাল সাড়ে ৯টায় দোকান ঘর খুলে দেখতে দেখেন মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। এসময় দোকানের পিছনের দেয়ালের কিছু অংশ সুড়ঙ্গ অবস্থা দেখতে পেয়ে বুঝতে পারেন ওই সুড়ঙ্গ দিয়ে চুরের দল দোকান ঘরে প্রবেশ করে। তিনি বলেন, দোকান থাকা স্বর্ণের ষ্টীলের আলমীরা ভাঙ্গতে পারেনি তবে ক্যাসে থাকা নগদ ৫২ হাজার টাকা নিয়ে যায় চুরেরদল।