বিশ্বনাথে ক্যাপসিকাম ক্ষেত পরিদর্শনে অতিরিক্ত সচিব মাঈন উদ্দিন

photo1বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের উদ্যমি যুবক সফল চাষি বেলাল আহমদ ইমরানের জৈব সার পদ্ধতিতে উৎপাদিত ক্যাপসিকাম ক্ষেত পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাঈনউদ্দিন। উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামের বাসিন্দা বেলাল তথ্য প্রযুক্তির বেসিক আইডিয়া ব্যবহার করে নিজের বাড়িতেই মাছ ও সবজি চাষ করে সফল হন তিনি। সম্প্রতি তিনি দেড় বিঘা জমির উপর চাষ করেছেন মিষ্টি মরিছ (ক্যাপসিকাম)। ফলনও হয়েছে ভালো। এছাড়া নার্সারীর পুকুর পাড় জুড়ে রোপন করেছেন নাগা মরিছের (স্টার চিলি) প্রায় ৫ হাজার চারা। এরই মধ্যে গাছগুলোর ডালে ডালে ধরেছে অসংখ্য মরিছ। ফলে প্রতিটি গাছ ঝুলে পড়ছে মাটির সাথে। বাজারে ওঠেছে বেলালের উৎপাদিত ক্যাপসিকাম ও নাগা মরিছ।
এদিকে, বেলালের এই সফলতার সংবাদ শুনে নিজ জন্মভূমি বিশ্বনাথে আসেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাঈনউদ্দিন এবং গতকাল শনিবার দুপুর ১২টায় তিনি রামধানা গ্রামে বেলালের ‘ড্রিম এগ্রো’ পদির্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক, মেসার্স আবুল ইন্ডাস্ট্রিজ এর স্বত্ত্বাধীকারী মো. আবুল মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য এমদাদুর রহমান মিলাদ ও নূরউদ্দিন।